শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক

কুয়াকাটা সমুদ্র সৈকতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রেকর্ড সংখ্যক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। চলতি মৌসুমের সবচেয়ে বেশি পর্যটকের আগমনে কুয়াকাটার সর্বত্র যেন তিলধারণের ঠাঁই ছিল না।

আগত এসব পর্যটক সমুদ্রের পানিতে গা ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন। অনেকে প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে আবার সৈকতে স্থাপিত ছাতার নিচে বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের নিজস্ব রূপ-ছন্দ।

সৈকতের ঝাউবাগান, শুঁটকি পল্লি, লেম্বুর চর, বৌদ্ধবিহার, রাখাইন পল্লি ও ইলিশ পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্পটে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকের এমন উপস্থিতিতে পরিপূর্ণ বুকিং ছিল কুয়াকাটার দেড় শতাধিক আবাসিক হোটেল-মোটেলে।

তবে ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে সচেতনতার ব্যাপক চেষ্টা চালালেও পর্যটকদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

কুয়াকাটার আবাসিক হোটেল কানসাই ইনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুরুল আমীন বলেন, মৌসুমের শেষদিকে এসে ব্যাপক পর্যটকের আগমনে কুয়াকাটার ব্যবসায়ীরা কিছুটা ঘুরে দাঁড়াবার সুযোগ পেয়েছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ. খালেক বলেন, পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে আমাদের চেষ্টা থাকলেও অসংখ্য মানুষের ভিড়ে তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তবে পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের কোনো ঘাটতি নেই।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *