শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভুয়সী প্রশংসা করলেন মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ

কমিউনিটি নিউজ ডেস্ক: বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার কাউন্সিলম্যান ড. নুরুন নবীর আমন্ত্রণে মার্কিন সিনেটর বব মেনেন্ডেজের সম্মানে অভ্যর্থনার আয়োজন করা হয়। সেখানেই তিনি বাংলাদেশের প্রশংসা করেন।

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে কাজ করার ক্ষেত্রেও তিনি সাগ্রহ আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন সিনেটর বলেন, দ. এশিয়ায় বাংলাদেশের সাফল্যগাঁথা রচিত হয়েছে। গত পঞ্চাশ বছরে বাংলাদেশ উদীয়মান মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অল্প কিছু বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মাইলফলক স্পর্শ করবে।

বব মেনেন্ডেজ আরো বলেন, জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশ পরীক্ষিত ও উৎকৃষ্ট সহযোগী। উগ্রবাদ দমনের ক্ষেত্রেও বাংলাদেশ উত্তম অংশীদার।

তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রতিভাবান মানব সম্পদের প্রশংসা করেন। বৈদেশিক বাজারে গার্মেন্টস পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন। সেইসাথে ভবিষ্যৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার কথাও মার্কিন সিনেটর উল্লেখ করেন।

নিউ জার্সির বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *