কমিউনিটি নিউজ ডেস্ক: পহেলা বৈশাখকে স্মরণীয় করতে আগামী ১৬ এপ্রিল বাংলার চেতনা ও ঐতিহ্য তুলে ধরতে ‘বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪২৯’ আয়োজন করতে যাচ্ছে কানাডার ক্যালগেরির সংগঠন ‘আমরা সবাই’।
বুধবার বিশেষ এ দিনের প্রস্তুতি উপলক্ষে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির ‘বাংলাদেশ সেন্টারে’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি রুপক দত্ত।
তিনি জানান, বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য নব প্রজন্মের কাছে বাংলার ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা। মেলায় থাকবে রং বেরংয়ের বাহারি শাড়ি, ফ্যাশন শো, বাংলার ঐতিহ্যময় পিঠা-পুলি খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের স্টল। শিশু-কিশোরদের মুখোশ নিয়ে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রুপক দত্ত, সহ-সভাপতি জয়ন্ত বসু, সাধারণ সম্পাদক সৌগত নন্দী, অনুষ্ঠান সমন্বয়কারী সাথী দত্ত, উপদেষ্টা চয়ন দত্ত ও কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।





