বিহার নিউজ ডেস্ক : বৃহস্পতিবার বিহার বিধানসভা বিশৃঙ্খলার জেরে ৮ বিধায়ককে বিধানসভা থেকে সরানোর জন্য মার্শাল ডাকতে বাধ্য হন স্পিকার।
বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার পরে সিপিআই (এমএল) বিধায়করা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্থাপন করে বিহার বিধানসভায় তোলপাড় সৃষ্টি করে। স্পিকার বিজয় কুমার সিনহার বারবার আবেদন সত্ত্বেও সদস্যরা অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেননি। বিহার বিধানসভার মার্শালদের ডেকে আটজন বিধায়ককে হাউস থেকে বের করে দেওয়া হয়।
স্পিকারের পদক্ষেপের পরে সিপিআই (এম-এল) বিধায়ক বীরেন্দ্র প্রসাদ গুপ্ত বিহারের উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদাহরণ উদ্ধৃত করে বলেন, রাজ্যের বিভিন্ন অংশ থেকে মহিলাদের বিরুদ্ধে ধারাবাহিক হত্যাকাণ্ড এবং নৃশংসতার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত রবিবার পাটনা জেলার বখতিয়ারপুর শহরে একটি অনুষ্ঠান চলাকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করার চেষ্টা করেছিল এক ‘মানসিক প্রতিবন্ধী’ যুবক। তবে, মুখ্যমন্ত্রী যুবকের মানসিক স্বাস্থ্য সম্পর্কে তথ্য পাওয়ার পরে তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

