আসাম নিউজ ডেস্ক : কার্বি-আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন সমাগত। চলতি বছরের ২২ মে বিজেপি শাসিত কার্বি স্বশাসিত পরিষদের পাঁচ বছরের কার্যকাল শেষ হচ্ছে। আর এ নিয়ে ইতিমধ্যে কার্বি পাহাড়ে শাসক বিরোধী সব দলই ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের মে বা জুনে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা। বিহুর পরই কার্বি পরিষদের নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হতে পারে বলে মনে করছে কার্বি পাহাড়ের রাজনৈতিক মহল।
এদিকে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এনিয়ে আপত্তি তুলেছে কাৰ্বি আংলং জেলার বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল স্বশাসিত রাজ্য দাবি কমিটি (এএসডিসি)। এএসডিসির কার্বি আংলং জেলা সভাপতি চন্দ্রকান্ত তেরন কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের আগে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করে সঠিক সময়ে কার্বি স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছেন। এএসডিসি-র কার্বি আংলং জেলা সভাপতি চন্দ্রকান্ত তেরন জানিয়েছেন, সমাগত কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য প্রকাশিত খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সময় একটি পঞ্জিয়নভুক্ত আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে এএসডিসিকে বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।
অন্যদিকে কার্বি স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। এই ভোটার তালিকার দাবি আপত্তি ও নিষ্পত্তিকরণের জন্য জেলা নির্বাচনী কার্যালয় থেকে দিন তারিখ এএসডিসি দলকে অবগত করা হয়নি বলে অভিযোগ তুলে চন্দ্রকান্ত তেরান বলেন, গত ২৫ মার্চ প্রকাশিত কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা গ্রহণযোগ্য নয়। তাই তিনি শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন।