হাসান শোয়াইব খান অনন্ত: যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশগুলিতে আগামী রোববার ত্রিশ রমজান পূর্ণ হবে। আগামী সোমবার দেশটির মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন। বাংলাদেশের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন আগামী মঙ্গলবার।
যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার মসজিদ কর্তৃপক্ষ এবং জাতীয় ইমাম কাউন্সিল জানিয়েছে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামী সোমবার মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি কর্তৃক এখনো কোন ঘোষণা না এলেও অচিরেই ঘোষণা আসবে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন। আগামী সোমবার বাংলাদেশে ত্রিশ রমজান পূর্ণ হলে, মঙ্গলবার দেশটির মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।
উল্লেখ্য, সৌদি আরবের একদিন পর বাংলাদেশের মুসলমানরা ঈদ উদযাপন করে থাকেন।