আরাকান নিউজ ডেস্ক: ত্রিপুরার উত্তর জেলার জেলা সদর ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে মোট ছয় জন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মার নেতৃত্বে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করেছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ শিশু এবং ১ মহিলা রয়েছে।
সর্বশেষ খবর মতে, ধর্মনগর থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। দিল্লি থেকে আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয় ও ধর্মনগর থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে দেখা যায় মহিলার কাছে রোহিঙ্গাদের আন্তর্জাতিক বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু তিনজন পুরুষের কাছে কোন বৈধ কাগজপত্র নেই।
জানা যায় তিনজন পুরুষের নাম হাফিজুর রহমান, রহমান শাহ এবং মহাম্মদ ইয়াসিন তারা মায়ানমারের বাসিন্দা। তাদেরকে বাংলাদেশ থেকে তাদের আত্মীয়-স্বজন এসে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন আত্মীয়-স্বজন না আসায় ফরেন এক্টে এবং পাসপোর্ট এক্টে আদালতে পাঠানো হয়েছে।এসডিপিও সৌম্য দেববর্মা জানান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মহিলার কাছে বৈধ কাগজ থাকায় মহিলা এবং বাচ্চা দুটিকে ছেড়ে দেওয়া হয়েছে।