গুয়াহাটি, ২৮ জুন (হি.স.) : অসমে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে রবিবার আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে খানাপাড়ার বাসিন্দা জনৈক হেমাঙ্গ মজুমদার বলে পরিচয় পাওয়া গেছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা তাঁর অফিশিয়াল টুইট আপডেটে এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, বছর ৪৫-এর হেমাঙ্গ মজুমদারকে বিলম্বে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাই শত চেষ্টা করেও ডাক্তাররা তাঁকে বাঁচাতে পারেননি। অসমে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ১১ জনে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, রাজ্যে ওখন পর্যন্ত কোভিড আক্ৰান্তের সংখ্যা ৭,১৬৫। এর মধ্যে ৪,৮১৪ জন সুস্থ হয়েছেন। তিন জন অন্য রাজ্যে চিকিত্সাধীন। সক্রিয় ২,৩৩৮ জন রোগীর রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা চলছে।
হিন্দুস্থান সমাচার / এসকেডি / অরবিন্দ

