শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭ হাজার

রাজ্যজুড়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন পাঁচশোরও বেশি মানুষ। সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না মারণ ভাইরাসের সংক্রমণকে। আর রবিবার তো সেই সংখ্যাটা বাংলার অতীত সমস্ত রেকর্ড ভেঙে দিল।

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৫৭২ জনের শরীরে। যা এ রাজ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। ফলে একলাফে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেল। কোভিড-১৯ আক্রান্ত ১৭ হাজার ২৮৩ জন।

তার মধ্যে শুধু কলকাতাতেই একদিনে ১৭১ জনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে। শুধুমাত্র এ শহরেই সংক্রমিত ৫,৫৭৩ জন। বর্তমানে রাজ্যের অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫১-তে।প্রতিদিনই একটু একটু করে বেড়েছে রাজ্যের সুস্থতার পরিমাণ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *