শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের কনসার্ট

কমিউনিটি নিউজ ডেস্ক: বিশ্ব বিখ্যাত রক ব্যান্ড স্করপিয়ন্স এবং বাংলাদেশি গ্লোবাল ব্যান্ড চিরকুট শুক্রবার নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য একটি কনসার্ট আয়োজন করেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা ও জাতীয় চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে আইসিটি বিভাগ সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্টের আয়োজন করছে।

বাংলাদেশ এবং ইউএনডিপি যৌথভাবে কনসার্টে সাইবার নিরাপত্তায় অবদান রাখা তরুণদের জন্য ‘বঙ্গবন্ধু-ইউএনডিপি গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড’ ঘোষণা করবে। সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ইউএনডিপির মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোতে সাইবার নিরাপত্তায় ব্যয় করা হবে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গানের শক্তি কথা বলেছিল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *