শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

লন্ডনের ক্যাসিনোতেও দুর্জয় রেজিস্টার্ড

সীমাহীন দুর্নীতির কারণে টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছেন মানিকগঞ্জের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। দেশের গণ্ডি পেরিয়ে এখন তিনি আলোচিত হচ্ছেন ব্রিটেনের বাংলা পাড়াতেও। নতুন করে আলোচনার খোরাক যোগাচ্ছে দুর্জয়ের সেই ক্যাসিনো ইস্যু।

২০১৯ বিশ্বকাপ ক্রিকেট চলাকালে লন্ডনে সংসদ সদস্যদের এক প্রীতি ম্যাচে অংশ নিতে অন্যদের সাথে ব্রিটেনে আসেন দুর্জয়। এসময় দুর্জয় প্রায় প্রতিদিনই ক্যাসিনো খেলতে ব্রিটেনের অন্যতম বড় ক্যাসিনো স্টার্টফোর্ডের আসপারস এ যেতেন।

দুর্জয়ের ক্যাসিনো খেলার একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করা শর্তে জানান, সে সময় অন্তত ৪/৫ দিন দুর্জয়কে দেখেছি। কোন রাতে কমপক্ষে ১০/১৫ হাজার পাউন্ড হেরেছেন। আবার কোন রাতে ৪/৫ হাজার পাউন্ড জিতেছেন।

দুর্জয়ের সাথে একই টেবিলে বসে দুইদিন ক্যাসিনো খেলার অভিজ্ঞতাও রয়েছে এই নিয়মিত জুয়ারির।

তিনি বলেন, দুর্জয়ের খেলার নেশা মারাত্মক। উনার খেলা দেখলেই বুঝা যায় সে নিয়মিত খেলোয়ার। আসপারস ক্যাসিনো তো পৃথিবীর সবচেয়ে ধনী লোকেরা খেলতে আসে। এখানে খেলতে হলে রেজিস্ট্রেশন করে মেম্বারশীপ নিতে হয়। দুর্জয় এখানে আন্তর্জাতিক সদস্য হিসাবে তালিকাভুক্ত। কারণ উনার নিজের গুটি নিজেই কাউন্টারে ভাঙ্গাতেন।

আসপারস ক্যাসিনোর এডমিন শাখায় যোগাযোগ করা হয়। এসময় তারা কোন সদস্যের তথ্য দেয়ার ব্যাপারে কোম্পানি পলিসির নিষেধাজ্ঞার কথা জানায়। তবে তারা বলেন, এখানে নিয়মিত খেলতে গেলে সদস্য পদ নিতে হয়। তবে তাদের এখানে গেস্ট হিসাবেও ঢুকা যায়। বিডি প্রতিদিন

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *