ক্রীড়া প্রতিবেদক: ঈদের ছুটি শেষ হওয়ার একদিন আগেই মাঠে মুশফিকুর রহিম। শুধু মুশফিকই নন তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ, ইবাদতরাও ছুটেছেন মিরপুর শের-ই-বাংলায়। সামনে বাংলাদেশের টানা খেলা।
এর আগে ব্যক্তিগত অনুশীলনের খুব একটা সুযোগ নেই। তাই সুযোগ মিলতেই ক্রিকেটাররা মিরপুরের সবুজ গালিচায়। শ্রীলঙ্কাকে দুই টেস্টে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপরই উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের পর বাংলাদেশ আবারো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা হয়নি। তবে বাংলাদেশ সফরের সূচি হাতে পেয়েছে বাংলা মিডিয়া।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুই টেস্ট খেলবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ও ড্যারেন স্যামি স্টেডিয়ামে। দুই ভেন্যুতেই বাংলাদেশের আগে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। শেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। এবার তৃতীয় টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ম্যাচ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।





