এবি পার্টি নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ড়া সমালোচনা করেছে দলটি। রবিবার দলের পক্ষ থেকে এবিএম খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমান এবি পার্টির লোকদের ‘আল্লাহ যেন দ্বীনের পথে আবার পরিপূর্ণ ভাবে ফিরিয়ে আনেন’ এই দোয়া করে আহ্বান জানান। এতে মনে হয়েছে যে তিনি এবি পার্টির লোকদের দ্বীন থেকে বিচ্যুত এবং খণ্ডিত মুসলমান মনে করেন।
একজন মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করবেন এটা ধর্মীয় রীতি ও পুণ্যের কাজ। কিন্তু একটি দলের প্রধান অন্য একটি রাজনৈতিক দল সম্পর্কে ‘দোয়া’ করার নাম করে এরকম অশোভন ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলাদেশে বিরল। আমরা তার মতো সম্মানিত ব্যক্তির কাছ থেকে এ ধরনের বিভেদ ও অপ-রাজনীতিমূলক আচরণে ব্যথিত। এরকম রাজনৈতিক চর্চা চালু হলে প্রত্যেক দলই একে অপর দলের জন্য হেদায়েতের পথে আসার, পরিপূর্ণ মুসলমান হবার জন্য দোয়া করতে থাকবে। যা এক ধরনের অসুস্থ সংস্কৃতির জন্ম দেবে এবং মূলত: ধর্মেরই অবমাননা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবি পার্টি দলীয় মেনিফেস্টো নিয়ে শফিকুর রহমানের বক্তব্য ভুল, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এবি পার্টি ২ মে দলের যে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে তার প্রথম দফা হলো ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠা’। যেখানে বলা হয়েছে ‘বাংলাদেশের নাগরিকদের মধ্যকার বিভেদ ও বিভাজন সৃষ্টিকারী সকল মত ও পথ পরিহার করে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।
তবে জামায়াতের আমিরের মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তার মন্তব্য প্রমাণ করে জামায়াতের রাজনীতি ও এবি পার্টির রাজনীতি আলাদা।