শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আবারও বাড়ল নতুন আক্রান্ত, সক্রিয় রোগী ৪১৭

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন।

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এক দিনের মধ্যে দ্বিগুণের বেশি নতুন করে করোনায় আক্রান্ত হলেন। যদিও গত ২৪ ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি। ওই সময়ের মধ্যে কোভিড পরীক্ষার সংখ্যাও বেড়েছে।মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন।

সব মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ২০,১৮,৬৪৬। তার মধ্যে এই মুহূর্তে ৪১৭ জন সক্রিয় রোগী রয়েছেন। তার মধ্যে গৃহ নিভৃতবাসে রয়েছেন ৪০৯ জন। এবং ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৬৮ শতাংশ। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৬,৭৩০টি কোভিড পরীক্ষা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *