শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বাংলাদেশে ট্রেনে এমন যাত্রী দেখে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের গ্রামাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা একটি লোকে লোকারণ্য ট্রেন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল।

শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাজার হাজার মানুষ যখন ঈদের ছুটি উদযাপন করে ফিরে আসছিলেন তখন আশ্চর্যজনক এক ফুটেজে উঠে এসেছে যে, একটি সবদিকে পরিপূর্ণ ট্রেন বাংলাদেশে ছুটে চলছে।

গ্রামাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা ওই ট্রেনের সামনে, পাশে এবং ছাদে আটকে থাকতে বাধ্য হয় অগণিত যাত্রী। ট্রেনের ভেতর একজন বসারও জায়গা ছিল না। ওই ফুটেজ দেখে বিশ্বজুড়ে অনেক মানুষ হতবাক হয়েছেন এ কারণে যে, এই ধরনের বিপজ্জনক পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে।

রেডিট (সামাজিক যোগাযোগের সাইট) এ এক ব্যক্তি প্রশ্ন করেছেন, “ট্রেনটিতে যদি ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কতজন আহত হতো? ৫,০০০ এর মতো?”

আরেকজনের মন্তব্য ছিল, “এমন পরিবেশে বসবাস করার কথা ভাবাও যায় না।”

অন্যজন লিখেছেন, “আমি বুঝতেও পারছি না যে এটা কেমন জিনিস’।

তবে, একজন উল্লেখ করেন যে, যারা রাজধানী ঢাকায় কাজের জন্য আসেন তাদের কাছে এটা ‘নিত্যদিনের ব্যাপার’।

তারা বলেন, “ঈদের মতো যেকোনো ছুটি মানেই ঢাকার সব প্রধান সড়কগুলো অবরুদ্ধ হয়ে যাবে। কোথাও যাওয়া যাবে না।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *