শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

১০৩ যাত্রী নিয়ে ঢাকায় ফিরলো মৈত্রী এক্সপ্রেস

বাংলাদেশ নিউজ ডেস্ক: মৈত্রী এক্সপ্রেস ভারতের কলকাতা থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে। সোমবার (৩০ মে) বিকেল ৪টায় ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় ট্রেনটি। দীর্ঘ আড়াই বছর পর রোববার (২৯ মে) সকাল ৮টা ১৫ মিনিটে ১৬৫ জন যাত্রী নিয়ে কলকাতা গিয়েছিল মৈত্রী এক্সপ্রেস।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, কলকাতার চিতপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ে সোমবার সকাল ৭টা ১০ মিনিটে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় বিকেল ৪টা ৫ মিনিটে।

আড়াই বছর ধরে করোনার কারণে এই রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল। রোববার থেকে আবার এই পথে যাত্রী পরিবহন শুরু হয়। ট্রেনটি সপ্তাহে চার দিন (বুধবার, শুক্রবার, শনিবার এবং রোববার) ঢাকা থেকে কলকাতা যায়। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় বিকেল ৪টায়। কলকাতা থেকে ঢাকা আসে সপ্তাহে চার দিন (সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার)।

২০২০ সালের ১২ ফেব্রুয়ারি মৈত্রী এক্সপ্রেসের টিকিটের দাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির সহকারী পরিচালক মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী, ৫৩৮ কিলোমিটার এই রেলপথে ঢাকা-কলকাতা এসি সিটের ভাড়া ৩ হাজার ৬০৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৫৭০ টাকা। এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় আছে। এক্ষেত্রে পাসপোর্ট অনুসারে বয়স নির্ধারিত হবে। সিঙ্গেল কেবিনে তিনটি সিট এবং ডাবল কেবিনে ছয়টি সিটের টিকিট দেওয়া হয়।

২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চালু হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *