হাবিবুল্লাহ আল বাহার: জার্মানি প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সোনার বাংলা’র উদ্যোগে দিনব্যাপী এক মনোমুগ্ধকর ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের একটি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রাঙ্কফুর্ট ও এর আশপাশে বসবাসকারী প্রবাসীরা এতে অংশ নেন।
ঈদের পর এটিই প্রথম প্রবাসী বাংলাদেশিদের বড় কোনো অনুষ্ঠান। তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহযোগিতায় ছিলেন নজরুল ইসলাম, জেসমিন হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানে সব দল-মতের প্রবাসীরা অংশ নেন, ফলে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল বাংলাদেশিদের মিলনমেলায়। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের দেশীয় খাবারসহ সবকিছু মিলে পুরো পার্কটি যেন হয়ে উঠেছিল জার্মানির বুকে এক টুকরো বাংলাদেশ!
করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দি জীবনযাপন করতে হয়েছিল জার্মানি প্রবাসী বাংলাদেশিদের। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ও বিধিনিষেধ তুলে নেওয়ায় দীর্ঘদিন পর সবাই এক হতে পেরে আনন্দিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।