বিহার নিউজ ডেস্ক: উত্তেজনা কমছে না, বরং তা উত্তরোত্তর বাড়ছে। শুক্রবার সকালে আবারও বিহারে ট্রেনে অগ্নিসংযোগ করল আন্দোলনকারীরা। কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় জম্মু-তাওয়াই এক্সপ্রেসের কামরায় আগুন ধরানো হয়। দুটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বিহারের সমস্তিপুরে হাজিপুর বারাউনী রেল বিভাগের মহিউদ্দিননগর স্টেশনে এদিন সকালে বিক্ষোভ শুরু করে একদল জনতা। সেই সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল জম্মু-তাওয়াই এক্সপ্রেস। সেই ট্রেনের আগুন ধরিয়ে দেওয়া হয়।
রেল সূত্রের খবর, শুক্রবার সকালে লাকিসরাই জংশন স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ট্রেনে। পুলিশ জানিয়েছে, ভিডিও তুলতে বাধা দেওয়া হয়, এমনকি ফোন কেড়েও নেওয়া হয়। ৪-৫ বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা নিজেরাই ট্রেনের বাইরে বেরিয়ে আসেন। ‘অগ্নিপথ’-এর বিরোধী বিক্ষোভকারীরা তান্ডব চালায় বিহারের লখমিনিয়া স্টেশনেও। স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়। রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। লখমিনিয়া স্টেশনে রেল অবরোধও করা হয়। ফলে থমকে যায় অনেক ট্রেন। বিহারের কুলহারিয়া স্টেশনের ট্রেনের কোচে তান্ডব চালানো হয়।
প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ওই প্রকল্পে সাড়ে ১৭ থেকে ২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) যোগ দিতে পারবেন। তাঁদের বলা হবে ‘অগ্নিবীর’। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। কোনও পেনশন থাকবে না।