বিনোদন প্রতিবেদক: স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। ক্রমশ পানি বেড়ে এই দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতির দিকেই যাচ্ছে। জীবন বাঁচাতে সেখানকার মানুষেরা ছুটছে নানাদিকে। এমন পরিস্থিতি সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকেই এবং প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তেমনই একটি উদ্যোগ নিলো শুক্রবার মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অমানুষ’ টিম! বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তারা।
এ সিনেমার নায়ক নিরব জানান, ‘প্রথম সপ্তাহে অমানুষ থেকে যতো টাকার টিকেট বিক্রি হবে সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি। যারা পাশে থাকতে চায় এখনই সময় এগিয়ে আসার। তাদের পাশে দাঁড়াতে আমরা ‘অমানুষ’ টিম এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নিয়েছি।
নিরব মনে করেন, দেশের সামর্থ্যবানদের উচিত সিলেট অঞ্চলের মানুষদের দুঃসময়ে এগিয়ে আসা। ছোট ছোট সহায়তার মাধ্যমে এমন দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।
অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ মুক্তি পেয়েছে ৪১টি সিনেমা হলে। নিরব ছাড়াও এতে অভিনয় করেন মিথিলা, রাশেদ মামুন অপু, নওশাবা, মিশা সওদাগর প্রমুখ।