শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

প্রেস ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধার বড় মেয়ের ওয়ালিমাহ অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনীতিবিদদের মিলন মেলা

মো: হাসান শোয়াইব খান অনন্ত, পূর্ব লন্ডন:: লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক সিভিক এওয়ার্ড প্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধার বড় মেয়ে জোয়াইরা মৃধা’র ওয়ালিমাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২৬শে জুন রবিবার অত্যান্ত মনোরম, আন্তরিক ও পারিবারিক পরিবেশে উক্ত ওয়ালিমাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পূর্ব লন্ডনের ফরেস্ট রোডস্থ ‘দ্যা উইলোজ’ ব্যানকুয়েটিং হল সাংবাদিক ও রাজনীতিবিদদের এক মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়া সংগঠক, সমাজকর্মী, ধর্মীয় ও চ্যারিটি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য বিদেশী মেহমানগণসহ নানা শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। চমৎকার রৌদ্রোজ্জ্বল বিকেলে অতিথিদের সরব উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি।

মেয়ে জোয়াইরা মৃধা ও জামাতা শাফায়াত হোসেনের ওয়ালিমাহ উপলক্ষে রেজাউল করিম মৃধা পরিবার হাজার লোকের আপ্যায়নের ব্যবস্থা করেন। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খীসহ নিমন্ত্রিত প্রত্যেক অতিথিই দাওয়াত গ্রহণ করেন এবং অকৃত্রিম এই অনুষ্ঠানে স্বতফূর্ত অংশ নেন। অনুষ্ঠানের আয়োজক রেজাউল করিম মৃধা পরিবার ‘দ্যা উইলোজ টেরেস’ এর ব্যালকনির প্রবেশ মুখেই অতিথিদের স্প্রিং রোল, চিকেন বটি কাবাব, ফুচকা ও দশ রকমের ফলের জুস দিয়ে হাসিমুখে ওয়েলকাম করেন। এ সময় অতিথিরা পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিন পর বন্ধু, শুভাকাঙ্খী ও সহকর্মীদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে ওঠেন। একে অন্যের ব্যাক্তিগত,পারিবারিক ও সামাজিক কর্মকান্ডেরও খোঁজখবর নেন। স্মৃতি ধরে রাখতে কেউ মুঠোফোনের ক্যামেরায় স্থির ছবি তুলেন, কেউ আবার সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দেন।

সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের মূল পর্ব শুরু হলে অতিথিগণ নির্দিষ্ট আসন গ্রহণ করে আড্ডায় মেতে ওঠেন। পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন। নৈশভোজের প্রথমে স্টার্টার হিসেবে গোবি মাঞ্চুরিয়ান, আলু পাপড়ি চাট, থাই সিসেম সীডস চিকেন ও শিক কাবাব পরিবেশন করা হয়। এরপর মেইন কোর্স হিসেবে ভেজিটেবল ঝালফ্রেজি, ভেজিটেবল কোফতা কারি, কড়াই চিকেন, ল্যাম্ব ভুনা, জিরা রাইস, ব্রেড বাস্কেট, কিউকাম্বার রায়তা ও পাঞ্জাবী সালাদ পরিবেশন করা হয়। সবশেষে ডেজার্ট হিসেবে গোলাপজাম, আইসক্রীম ও ম্যাংগো চিজ কেক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপহার আনতে নিষেধ করা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে ওয়ালিমাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র মায়ুম মিয়া, ‘চ্যানেল এস’ এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, ‘চ্যানেল এস’ এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, ‘ক্যানারী ওয়ার্ফ গ্রুপ’ এর ডিরেক্টর জেনারেল ড. জাকির খান, ‘বিবিসিসিআই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহগীর বখত ফারুক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক জেনারেল সেক্রেটারি ও চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক বুলবুল হাসান, কাউন্সিলর সায়েমা হাসান, ‘চ্যানেল এস’ এর ফরেন এফিয়ার্স এডিটর তানভির আহমেদ, নিউজ এডিটর মিল্টন রহমান, সিনিয়র সংবাদ পাঠিকা ডা: জাকি রেজোয়ানা আনোয়ার, এটি এন বাংলার সংবাদ পাঠক শওকত মাহমুদ টিপু, সিনিয়র সাংবাদিক আব্দুল মুমিন জাহেদী ক্যারল, এমএএইচ লন্ডন টিভির সিইও আইনজীবি আব্দুল হামিদ টিপু, ‘সানরাইজ টু‘ডে’ এর এডিটর এনাম চৌধুরী, ‘দ্যা গ্রেইট বেঙ্গল টু’ডে’ এর এডিটর ইন চীফ হাসনাত আরিয়ান খান, ‘চ্যানেল এস’ এর প্রডিউসার আহাদ আহমেদ, সংবাদ পাঠিকা তানজিনা সিদ্দিীক নুরী, প্রেজেন্টার ববি রায়, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, সাবেক জেনারেল সেক্রেটারি ও শিক্ষক মজিবুর রহমান, বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট ও জেএমজি কার্গোর স্বত্তাধীকারি মনির আহমেদ,বিবিসিএ এর জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া, লন্ডন ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হক হাবীব, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সম্পাদক জামাল খান, কাউন্সিলর সাইমন আহমেদ, কাউন্সিলর লিলু আহমেদ তালুকদার, ওয়েডিং এর সিইও সোয়ানা আহমেদ, লকস্লি মসজিদ এর সভাপতি মুসলেহ উদ্দিনসহ আরও অনেকে।

আমেরিকা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা হেলাল করিম, ইতালী থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রেজাউল খান, শাকিল আহমেদ, মাহফুজুর রহমান বাদল, মোহাম্মদ ইয়াসিন, ব্যাবসায়ী সাইদুর রহমান, কাজী সোহেল, কমিউনিটি নেতা মুকিত চৌধুরী, আমিনুর রহমান লিটন শিকদার, তরুন শিকদার ব্যাবসায়ী মোজাম্মেল হক, ব্যাবসায়ী ফয়সাল আহমেদ, অ্যাকাউন্টেন্ট মোফাজ্জ্ল হোসেন প্রমূখ।

অনুষ্ঠান শেষে সাংবাদিক রেজাউল করিম মৃধা ও তার স্ত্রী বড় মেয়ে জোয়াইরা ও জামাতা শাফায়াত এর ওয়ালিমাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কন্যা ও জামাতার ভবিষ্যত জীবন যেনো উজ্জ্বল হয়, দাম্পত্য জীবন যেনো সুখের হয়, সুন্দর হয় এবং বরকতময় হয় তার জন্য সবার দোয়া কামনা করেন। অতিথিদের সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। যুক্তরাজ্যের বিশিষ্ট আলেমে দ্বীন ‘টিভি ওয়ান’ এর ডিরেক্টর শায়খ আব্দুর রহমান মাদানী ও টিভি প্রেজেন্টার ডক্টর মাওলানা আবদুস সালাম আজাদী দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আইলকুন্ডি গ্রামে। ২০১১ সালের মাঝামাঝি ইতালী থেকে তিনি স্বপরিবারে লন্ডনে আসেন। বর্তমানে টাওয়ার হ্যামলেটস এ বসবাস করছেন। বিলেতের বাংলা মিডিয়ায় তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। তিনি ‘চ্যানেল এস’ এর সিনিয়র ক্যামেরা পার্সন, বেতার বাংলার প্রেজেন্টার এবং ব্রিট বাংলার কমিউনিটি এডিটর হিসেবে দায়িত্বপালন করছেন। অনলাইনভিত্তিক এমএইচএস লন্ডন টিভিতে তিনি জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্যা মৃধা শো’ উপস্থাপনা ও পরিচালনা করছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচিত ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী হিসেবে পুন:নির্বাচিত হয়ে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্বপালন করছেন। অন্যদিকে তার বেয়াই ইকবাল হোসাইন ও মোহসেনা আক্তার হোসাইনের একমাত্র পুত্র শাফায়াত হোসেন বর্তমানে যুক্তরাজ্যের সাফক শহরে বসবাস করছেন। তাদের দেশের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *