পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: গত রবিবার ১০ বছর পর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্ৰেশন অথবা জিটিএ নির্বাচন হয়েছে। বুধবার সকাল আটটা থেকে পাহাড়ে শুরু হয়েছে ভোট গণনা। ইতিমধ্যেই পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল। ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। পাহাড়ে উড়ছে সবুজ আবির।
জিটিএ-র ৪৫টি আসরের মধ্যে দশটিতে লড়াই করেছে তৃণমূল। রয়েছে বাম (১২ আসন)- কংগ্রেসও (৫ আসন)। শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ আসন, ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ আসন এবং ২২ গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট হয়েছে। জিটিএ-র ৩৩ ও ৩৪ নম্বর আসনে জয়ী নির্দল প্রার্থী বিকাশ রাই ও অনুপ ছেত্রী। বিজনবাড়িতে এগিয়ে হামরো পার্টির প্রার্থী। জিটিএ নির্বাচনে মোট ভোটার ৭ লক্ষ ৩২৬ জন। মোট বুথ সংখ্যা ৯২২টি। নিরাপত্তার জন্য ৩ হাজার পুইলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
জিটিএ নির্বাচনের বিরোধিতা করে, ভোটে লড়াই করেনি গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। ৪৫ আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে, প্রথমবার লড়ে দার্জিলিং পুরসভায় ক্ষমতায় আসা হামরো পার্টি। তাঁর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৩৫টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে, দাবি অনীত থাপার। তৃণমূল ১০, সিপিএম ১১, কংগ্রেস ৫টি আসনে প্রার্থী দিয়েছে।
এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২ টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২ টি আসনের মধ্যে ইতিমধ্যেই তৃণমূল জিতেছে ৯২ টি। বিজেপি ১৫ টি, সিপিএম ৩ ও কংগ্রেস একটি আসনে জিতেছে।
উত্তরবঙ্গ জুড়ে প্ৰবল বৃষ্টি, তাই এদিন জিটিএ শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট গণনা কিছুটা দেরীতে শুরু হয়েছে।