ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। সোমবার সকালে সি-১৩০ উড়োজাহাজ যোগে ওই ত্রাণসামগ্রী কাবুলে পাঠানো হবে। এখনো স্বীকৃতি না পাওয়া আফগানিস্তানের তালেবান সরকারের কাছে বাংলাদেশের ত্রাণ পাঠানোর বিষয়ে রোববার পররাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের লোকজন অন্যত্র ব্যস্ত থাকায় মানবিক সহায়তা হিসেবে আফগান সরকার বরাবর সরাসরি ওই ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। সরকারের তরফে (তালেবান সরকার) এটি গ্রহণে অনাপত্তির কথা জানানো হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
স্মরণ করা যায়, দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানে নাটকীয়ভাবে তালেবান সরকার ক্ষমতায় ফিরলেও বিশ্বের বেশির ভাগ দেশের মতো বাংলাদেশও এখনো স্বীকৃতি দেয়নি। এ অবস্থায় গত মাসের শেষদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে হাজারের বেশি নিহত এবং অনেক লোক আহত হয়েছে। ভূমিকম্পে প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দেশটির পাশে অনেকের মতো বাংলাদেশও দাঁড়াচ্ছে।
ত্রাণসামগ্রীর মধ্যে গুঁড়ো দুধ, তাঁবু, কম্বল, ওষুধ ও শুকনো খাবার রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।