শিরোনাম
শুক্র. ডিসে ১২, ২০২৫

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১১ জন

ক্রীড়া ডেস্ক: গত ১১ মে একসঙ্গে আট বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। ঐ অনুষ্ঠানেই প্রতি বছর নিয়মিত এই পুরস্কার প্রদানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় আগামী ৫ আগষ্ট শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে প্রদান করা হবে তার নামে প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২। এবার ৭ ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কার দেয়া হবে।

জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে সেই ১১ জনের নাম। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাবেন ক্রিকেটার শরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী। সেরা ক্রীড়াবিদ হিসেবে থাকছেন ক্রিকেটার লিটন দাস, শ্যুটার আবদুল্লাহ হেল বাকী ও ভারোত্তোলক সাবেরা সুলতানা।

এছাড়া সেরা সংগঠক হিসেবে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম। আজীবন সম্মাননা পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

সেরা সংগঠনের পুরস্কার পেতে চলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবং সেরা পৃষ্ঠপোষক গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। সেরা ক্রীড়া সাংবাদিক কাশিনাথ বশাক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *