বিনোদন ডেস্ক: বাংলাদেশের সিনেমায় নতুন জোয়ার এনেছে ‘হাওয়া’। মুক্তির পর প্রায় চার সপ্তাহ হয়ে গেল, এখনো সিনেমাটি দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মাল্টিপ্লেক্সগুলোতে তাৎক্ষণিক টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শকের চাপে দুই-তিনদিন আগে অগ্রিম টিকিট কিনে তারপর সিনেমাটি সবাইকে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রেও সিনেমাটি মুক্তির পর সেদেশের টপচার্টে অবস্থান করছে। এরই মধ্যে এই সিনেমার একটি গান- তুমি বন্ধু কালা পাখি… দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দর্শকদের মন জয় করে আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে।
যুক্তরাজ্যের যেসব শহরের সিনেপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি পাচ্ছে তা হলো- লন্ডন, বার্মিংহাম, শেফিল্ড, বোল্টন ও ওল্ডহাম। আয়ারল্যান্ডের যেসব শহরের সিনেপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি পাচ্ছে তা হলো- ডাবলিন, গলওয়ে ও লিমেরিক।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এই সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে ইউকে ও ইউরোপের সিনেমা চেইনগুলোতে রেজিষ্টার্ড বাংলা মুভি ডিসট্রিবিউটর ‘রেভেরি ফিল্মস’।
ছবি মুক্তি উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর বুধবার ‘রেভেরি ফিল্মস’ এর পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে পরিবেশনা সংস্থা রিভেরী ফিল্ম কর্ণধার রন্টি চৌধুরী বলেন, ‘হাওয়া মুভিটি ইউকে ও আয়ারল্যান্ডে প্রদর্শনের জন্যে প্রচুর দর্শক যোগাযোগ করেছিলেন, তাদের চাহিদা মেটাতে আমরা এখানে মুভিটি নিয়ে এসেছি। মুভি আনার খবরে ইউকে ও আয়ারল্যান্ডের বাংলা মুভির দর্শকরা অত্যন্ত উচ্ছসিত হয়েছেন এবং অত্যন্ত ইতিবাচক সাড়া দিচ্ছেন। ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম দিনে লন্ডনের ইলফোর্ড, আয়ারল্যান্ডের ডাবলিন ও লিমেরিকের প্রথম দিনের শো সোল্ডআউট হয়ে গেছে।’ তিনি আরও বলেন, যারা প্রথম দিনের শো’র টিকিট পাবেন না, তারা দয়া করে পরবর্তী দিনগুলোতে মুভিটি দেখতে যাবেন, কেননা প্রতিটি লোকেশনেই প্রতিদিন মুভিটির দুই বা তারও বেশি শো চলবে।
‘রেভেরি ফিল্মস’ এর মিডল্যান্ড ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, বার্মিংহামে মুভিটি এবার প্রতিদিন দুটি থেকে তিনটি শো চলবে। তিনি বার্মিংহাম, শেফিল্ড এর বাংলাদেশি সিনেমাপ্রেমীদের মু্ভিটি দেখতে আসতে আহবান জানান।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলা মুভির প্রচার নিয়ে রেভেরি ফিল্মসের উপদেষ্টা জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু বলেন, ‘আমরা বাংলা মুভির বিশ্বায়ন নিয়ে কাজ করছি। প্রতিটি মানসম্পন্ন বাংলা মুভিই আমরা ইউকের মুভি লাভারদের জন্যে আনতে চাই যাতে সংস্কৃতির মেলবন্ধন হয়। বাংলা চলচিত্র আর আগের অবস্থায় নেই, এখন অনেক মেধাবী ছেলে মেয়ে বাংলা মুভি বানাতে এগিয়ে এসেছে। তারা বিশ্বমানের মুভি বানানোর দিকে এগিয়ে যাচ্ছে। ‘হাওয়া’ এমন একটি মুভি যা দেখলে দর্শকের মনেই হবে না এটি বাংলাদেশের কারও তৈরি।’ হাওয়া’ ছবিটির প্রচার ও প্রসারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং কমিউনিটির সবাইকে ‘মুভিটি দেখতে হলে যাবার আহবান জানান।

‘হাওয়া’ মুভিটি ১৬ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত লন্ডন শহরের সিনেওয়ার্ল্ড সিনেমার ইলফোর্ড, উডগ্রীন ও ফেল্টহাম ব্রাঞ্চে দিনে একাধিক শো চলবে। লন্ডনের বাইরে বার্মিংহাম, বল্টন, শেফিল্ড শহরে সিনেওয়ার্ল্ড সিনেমায় প্রতিদিন একাধিক শো থাকবে। এই প্রথম বারের মত বাঙালি অধ্যুষিত ওল্ডহাম শহরে অডিয়ন সিনেমায় ১৬ তারিখ শুক্রবার থেকে ১৮ তারিখ রবিবার পর্যন্ত প্রতিদিন মুভিটি চলবে। এছাড়াও আয়ারল্যান্ডের ডাবলিনে সিনেওয়ার্ল্ড সিনেমায় ও গলওয়ে শহরে আই সিনেমায় ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সিনেমাটির শো থাকবে। লিমেরিক শহরে অডিয়ন সিনেমায় ১৮ ও ১৯ তারিখ দুটি শো থাকবে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে এই সিনেমা।
‘হাওয়া’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। যিনি দীর্ঘদিন টিভি নাটক ও বিজ্ঞাপন বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। সমুদ্রে নির্মিত সিনেমাটির গল্পে রয়েছে রহস্য ও মিথলজির স্পর্শ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।

