শিরোনাম
শুক্র. ডিসে ৫, ২০২৫

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান ই ইউ রাষ্ট্রদূতদের

আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা টুইট বার্তায় এই আহ্বান জানান। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার টুইট বার্তায় লিখেন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমুলক এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা উচিত। টুইট বার্তায় তিনি লেখেন, কূটনৈতিক শিষ্টাচারের সাথে সামঞ্জস্য রেখে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত।

এছাড়া, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিক্ষোভে সহিংসতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের উদ্দেশ্যে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের পাশাপাশি সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এবং নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েনও টুইট বার্তায় এমনই আশাবাদ ব্যক্ত করেছেন।

এর আগে গত ১২ই সেপ্টেম্বর একই বক্তব্য দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫১তম নিয়মিত অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে আগামী (জাতীয় সংসদ) নির্বাচনের আগে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

এছাড়া, গুম-খুনে জড়িত র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল-মতের বিক্ষোভের বিরুদ্ধে অত্যধিক শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *