শিরোনাম
সোম. ডিসে ৮, ২০২৫

আদিবাসী বিদ্রোহী গোষ্ঠীগুলির সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি পত্ৰে সই করল আসাম ও কেন্দ্ৰ সরকার

আসাম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নয়াদিল্লিতে আসাম সরকার, কেন্দ্র এবং আসামের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে বহু প্রতীক্ষিত ত্ৰিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের আদিবাসী জঙ্গি গোষ্ঠীগুলির সাথে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ মোদি সরকারের। বৃহস্পতিবার আসামের আটটি আদিবাসী ‘বিদ্রোহী’ সংগঠনের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তিচুক্তি স্বাক্ষর করল রাজ্য ও কেন্দ্র সরকার।

প্রায় দশ বছর আলোচনা প্রক্রিয়া চলার পর এদিন চুক্তি সই করে অসমের ৮টি আদিবাসী ‘বিদ্রোহী’ সংগঠন। তাদের নাম হচ্ছে–বিরসা কমান্ডো ফোর্স (BCF), আদিবাসী পিপল’স আর্মি (APA), অল আদিবাসী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ANLA), আদিবাসী কোবরা মিলিটারি অফ আসাম (ACMA), সন্থালি টাইগার ফোর্স (STF)। চুক্তিতে সই করে এই সংগঠনগুলি ভেঙে তৈরি হওয়া আরও তিনটি সশস্ত্র দল।

২০১২ সাল থেকেই কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা। বর্তমানে সরকারের নির্ধারিত শিবিরেই রয়েছে সংগঠনগুলির ক্যাডাররা।

এদিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেন, “আমি নিশ্চিত এই চুক্তির ফলে অসমে শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক নতুন যুগের সূচনা হবে।” সংশ্লিষ্ট মহলের মতে, এই চুক্তি ঐতিহাসিক। এর ফলে আদিবাসী বিদ্রোহে অনেকটাই লাগাম টানতে সক্ষম হবে সরকার। এমনটাই মনে করা হচ্ছে।

গত জানুয়ারি মাসে দুই জঙ্গি সংগঠনের ২৪৬ জন ক্যাডার আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরে আসে। এর আগে ২০২০ সালে বোড়ো (BODO) বিদ্রোহীদের সঙ্গেও একটি ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করে আসাম ও কেন্দ্র সরকার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *