আসাম নিউজ ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিরাপত্তা আরও কড়া করলো। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিরাপত্তা কভার জেড ক্যাটাগরি থেকে জেড+ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিরাপত্তা “কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সাথে পরামর্শ করে” পর্যালোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “উত্তরপূর্বাঞ্চলে তাঁর বর্তমান ‘জেড’ ক্যাটাগরির সিআরপিএফ নিরাপত্তা কভারকে সর্বভারতীয় ভিত্তিতে জেড+ বিভাগে আপগ্রেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে, রাজ্যের মুখ্যমন্ত্রীর জেড ক্যাটাগরির নিরাপত্তা কভার ছিল যা উত্তর-পূর্ব জুড়ে CRPF কর্মীদের নিরাপত্তার অধিকারী ছিল।
জেড+ ক্যাটাগরির নিরাপত্তা প্রোটোকল অনুসারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখনই ভারত জুড়ে ভ্রমণ করবেন তখন আধাসামরিক বাহিনীর প্রায় ১০ থেকে ১২ জন কমান্ডো তাঁর সাথে থাকবেন।