আসাম নিউজ ডেস্ক: আগামী ২৮ শে অক্টোবর অসমের শিলচরের কাছাড় ক্লাব ভবনে উত্তর পূর্ব ভারতের কৃতি বাঙালি ব্যক্তিত্বদের সম্মানিত করতে চলেছে নিউক্লিয়াস পাবলিকেশন।
‘গর্বের বাঙালি ‘ শিরোনামে এই বাৎসরিক অনুষ্ঠানের জন্য এবার বেছে নেওয়া হয়েছে শিলচরকে,যা ২০২১ সাল থেকে প্রতি বৎসর বিদেশ ও দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে।
এক প্রেস বার্তায় নিউক্লিয়াস পাবলিকেশনের কর্ণধার দীপ চক্রবর্তী বলেন যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে যোগসূত্র তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য যার ভিত্তি ছিন্নমূল ঐতিহ্য,সৃজন এবং বাঙালিয়ানা।
তিনি আরো বলেন যে ইদানীং সময়ের অপ্রতুলতা,বিশ্বায়ন এবং অস্তিত্বের লড়াই আমাদের একদিকে পরস্পর থেকে যেমন বিচ্ছিন্ন করে দিচ্ছে তেমনি বিভিন্ন প্রতিকূলতায় হারিয়ে যাচ্ছে বাঙালির নিজস্ব ঐতিহ্য।
তাঁর কথায় ‘বিশ্ববাসী হলেও প্রথমে আমরা বাঙালি, তারপর ভারতীয় এবং সর্বশেষে বিশ্বনাগরিক।’ এবং তাই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে যোগসূত্র তৈরির জন্যই তাঁদের এই বিনম্র প্রয়াস।
নিউক্লিয়াস পাবলিকেশনের কর্ণধার আরো বলেন যে ‘ যাদের সান্নিধ্যে মাথা নত হয়ে আসে’ উত্তর পূর্বের এইসব বাঙালিদের সম্মান জানাতে গিয়ে তাঁরা সামগ্রিক ভাবে সম্মান জানাচ্ছেন উত্তর পূর্বের বাঙালিদের সেই নিরবিচ্ছিন্ন লড়াইকে তার মাধ্যমে চারপাশের অসংখ্য প্রতিকুলতা ও বিরোধিতা সত্ত্বেও ছিন্নমূল অবস্থান থেকে তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন, নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষতার উদাহরণ তৈরি করেছেন এবং নিরন্তর জাতি তথা বৃহত্তর সমাজকে সমৃদ্ধ করে চলেছেন।
উত্তর পূর্বের যাদের এবারের গর্বের বাঙালি সম্মানের জন্য মনোনীত করা হয়েছে –
১.সাহিত্য – মিথিলেশ ভট্টাচার্য। ২.সংগীত – বিশ্বজিৎ রায়চৌধুরী, মৈত্রেয়ী দাম।
৩.নাট্য পরিচালক – শেখর দেবরায়। ৪.নাট্য অভিনেতা – চম্পা ভট্টাচার্য, সুব্রত রায়।
৫.নৃত্য – জয় বসু, বহ্নিশিখা ভট্টাচার্য,মঞ্জুরী ভট্টাচার্য।
৬.চলচ্চিত্র – হেমন্ত দত্ত পুরকায়স্থ। ৭.ভাস্কর – স্বপন পাল।
৮.শিক্ষা – তপোধীর ভট্টাচার্য
৯.বিজ্ঞান – অশোক সেন
১০.চিকিৎসা – প্রফেসর দেবব্রত ব্যানার্জী,ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ ১১.সমাজ সেবা – দিলীপ কুমার পাল (আগরতলা), কমলাক্ষ দে পুরকায়স্থ। ১২.ভাষা আন্দোলনের অগ্রনী সেনানী – প্রদীপ দত্তরায়।
১৩.খেলা – জহরলাল গুপ্ত। ১৪.সম্পাদক – পার্থপ্রতিম সাহা। ১৫.উদীয়মান প্রতিভা – বাহার আহমেদ চৌধুরী, জয়দীপ ঘোষ, ডঃ শান্তনু সেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ইংরেজি ছাড়াও নিউক্লিয়াস পাবলিকেশন থেকে পাঁচটি সম্পূর্ণ বাংলা মাসিক পত্র – ডানা, সীমানা ছাড়িয়ে, কৈশোর কাল, গোয়েন্দা রহস্য, স্বাস্থ্য চেতনা ও সাপ্তাহিক সংবাদ পত্র জনমত প্রকাশিত হয়।
এছাড়াও আছে একটি বাংলা নিউজ চ্যানেল। সৃজন নিয়ে, নিজস্ব ভাষা, সংস্কৃতি নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন বোনার , এবং তা বাস্তবায়নের চেষ্টায় নিয়োজিত রয়েছে নিউক্লিয়াস পাবলিকেশন গ্রুপ। নিউক্লিয়াস পাবলিকেশনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন কর্ণধার দীপ চক্রবর্তী।





