শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, দফায় দফায় সংঘর্ষ

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুদের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা আর লাগোয়া হাওড়া শহরে কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সংবাদ সংস্থা এএনআই বলছে, হাওড়া শহরের কাজীপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় রামনবমীর মিছিল ঘিরে বড় সংঘাতের সৃষ্টি হয়। এতে বেশ কিছু দোকান ও গাড়িতে পাথর নিক্ষেপ এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এলাকাটিতে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, তাদের মিছিল কেউ আটকায় নি। কিন্তু হাওড়ায় তাদের অস্ত্র আর বুলডোজার নিয়ে মিছিল করার অধিকার কে দিল?

তিনি আরও বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তারা বাইরে থেকে লোক নিয়ে এসেছিল। এ ছাড়া কলকাতার পার্ক সার্কাস এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময়ে সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রগুলি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় বেশ কিছু স্কুটার, মোটরসাইকেল আর গাড়িতে ভাঙচুর চালানো হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *