শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

গোয়াহাটিতে এসেই আসামের মুখ্যমন্ত্রীকে সংস্কৃতি শেখার পরামর্শ দিলেন কেজরিওয়াল!

আসাম নিউজ ডেস্ক: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ২ এপ্রিল আসামের গুয়াহাটিতে উপস্থিত হয়েছেন আম আদমি পার্টির মুরব্বী তথা দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

বিমানে গুয়াহাটিতে অবতরণ করেই সাংবাদিকের সাথে বার্তালাপে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে আসামের সংস্কৃতি শেখার পরামর্শ দেন অরবিন্দ কেজরিওয়াল।

অসমবাসীকে অতিথিপরায়ণ বলে অভিহিত করে কেজরিওয়াল বলেন, হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে পুলিশের দ্বারা জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। কিন্তু আসামবাসী অতিথিপরায়ণ।

উল্লেখযোগ্য যে, সমাবেশের আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরবিন্দ কেজরিওয়ালকে সতর্ক করে বলেন যে, কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেই তিনি মামলা করবেন।

মিডিয়ার সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমার বিরুদ্ধে দেশের কোথাও মামলা আছে কী? অরবিন্দ কেজরিওয়াল বিধানসভায় কাপুরুষের মতো কথা বলছেন। উনি ২রা এপ্রিল আসামে এসে একবার বলুক যে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা রয়েছে। আমি তার বিরুদ্ধে মামলা করব।”

হিমন্ত শর্মা কেজরিওয়ালকে সতর্ক করে বলেছেন ‘আপনি যদি আমার বিরুদ্ধে একটি শব্দও বলেন যে আমি দুর্নীতিগ্রস্ত, তবে পরের দিন আমি মনীশ সিসোদিয়ার মতো আপনার বিরুদ্ধেও মানহানির মামলা করব।”

শর্মা বলেন, কেউ কেউ মানুষকে বিভ্রান্ত করছে। সারা দেশে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, শুধু কয়েকজন কংগ্রেসকর্মী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *