শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বিহার: বিষাক্ত মদপানে আবারও ২০ জনের মৃত্যু

বিহার নিউজ ডেস্ক: বিহারে বিষাক্ত মদপানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬ জন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বিহারের লক্ষ্মীপুর, পাহাড়পুর ও মতিহারীর হরসিদ্ধি এলাকায় এসব মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে। এই স্থানগুলো রাজধানী পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এ ধরনের ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।

২০১৬ সাল থেকে মদ নিষিদ্ধ করেছে বিহার। কিন্তু তারপরেও সেখানে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা থেমে নেই। সম্প্রতি বিহারের সারন জেলায় বিষাক্ত মদপানে ৪০ জনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানবাধিকার সুরক্ষা কমিশন। এ সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *