শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বরাকের জন্য পৃথক অলিম্পিক বোর্ড তৈরি করার দাবি জানাল বিডিএফ

আসাম নিউজ ডেস্ক: গত কিছুদিন যাবৎ আসাম অলিম্পিক এসোসিয়েশনের গৌহাটির কর্মকর্তারা শিলচর ডিএসএ সহ বরাকের জেলাগুলোর ক্রীড়াক্ষেত্রে অহেতুক নাক গলাচ্ছেন ও বিভিন্ন বাধাবিঘ্ন সৃষ্টি করছেন।

এর পরিপ্রেক্ষিতে বরাকের জন্য পৃথক অলিম্পিক বোর্ড গঠনের দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে বাবুল হোড় ও বিজেন্দ্র প্রসাদ সিং এর উদ্যমে যখন শিলচর ডিএসএ এতদঞ্চলের ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে শুরু করেছে তখনই গৌহাটির এসব কর্মকর্তাদের দাদাগিরি তাতে বাদ সাধছে।

তিনি বলেন যদিও তাঁরা ডিএসএর সাথে সরাসরি যুক্ত নন কিন্তু এই ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয় কারণ এতে বরাকের ক্রীড়াক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন ডিএসএ কর্তৃপক্ষ সম্প্রতি সাধারণ সভা আহ্বান করে নতুন বোর্ড নির্মানের সিদ্ধান্ত নিয়েছিলেন।

কিন্তু আসাম অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ললিত কোঁয়র সেই সিদ্ধান্তকে বাতিল করে এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। প্রদীপবাবু বলেন যে এতদঞ্চলের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে গৌহাটির তরফে কোন উদ্যোগ নেই,নেই কোন বরাদ্দ।

কিন্তু এরপরও এই ভাবে অনৈতিক নাক গলানো চলছে,যার সর্বস্তরে প্রতিবাদ দরকার। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরো বলেন যে সন্তোষমোহন দেব বা গৌতম রায়ের কার্যকালে এসব ব্যাপার ছিলনা।

সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে এতদঞ্চলের ক্রীড়া সংগঠকদের পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এসব অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন যে কিছুদিন আগে আসাম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ আমিনুল ইসলাম ডিএসএর সভাপতি বাবুল হোড়কে ফোন করে বলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশক্রমে তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কারণ এই পদে রাজদীপ রায়কে মনোনীত করা হয়েছে এবং সম্পাদক পদে কৌশিক রায় ও তাকে নিযুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রদীপ বাবু বলেন যে হঠাৎ করে এই ধরনের নির্দেশে সন্দেহ হওয়ায় তিনি ব্যাক্তিগতভাবে সর্বানন্দ সোনোয়ালকে ফোন করেন যার পরিপ্রেক্ষিতে তৎকালীন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে শিলচর ডিএসএর ব্যাপারে এমন কোন নির্দেশ তিনি দেননি।

এই বার্তালাপের ব্যাপারটি তখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় শিলচরের নেতাদের এই চক্রান্ত বানচাল হয়। প্রদীপ বাবু বলেন ক্রীড়াক্ষেত্রে অহেতুক রাজনীতি কোনভাবেই বাঞ্ছনীয় নয়। তাই সর্বভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের অধীনে বরাকের জন্য পৃথক বোর্ড গঠন করা হোক।

কারণ বরাকে প্রতিভার অভাব নেই। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এখানকার খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার ছাপ রাখতে সক্ষম হবে যা বহুবার প্রমাণিত হয়েছে। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *