শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ঝড়ে আসামের তিনসুকিয়ার প্রবল ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন!

আসাম নিউজ ডেস্ক: মরশুমের প্রথম ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো তিনসুকিয়া। আসামের তিনসুকিয়াকে এখন শ্মশান মনে হচ্ছে দেখে।

প্রথম রাতে প্রচণ্ড শিলাবৃষ্টিতে যা ক্ষতি হওয়ার হয়েছে, গতকাল দিনের বেলা কিছুটা সারাই হচ্ছিল যদিও সন্ধ্যায় আবার কালবৈশাখী ঝড়ে ঘরের টিন সমস্ত উড়িয়ে নিয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন, গাছপালা পড়ে আছে জায়গায় জায়গায়।

লাইটপোস্ট বাঁকা হয়ে গেছে। অথচ এগুলো যত দ্রুত সারাই করা যায় করা উচিৎ, ডিসি স্বপ্নীল পাল আশ্বাস দিয়েছেন, কিন্তু আদতে দ্রুত কাজ দেখা যাচ্ছে না।

মানুষ ভীষণ ভোগান্তিতে পড়েছে। ক্ষতি হয়েছে অসমের একাধিক এলাকাতেও। অসমের বাজালি জেলায় গাছ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আসামের তিনসুকিয়া জেলায় দুই তিনজন মারা গিয়েছে বলে খবর।

ঝড়বৃষ্টিতে ক্ষতি হয়েছে অসমের তিনসুকিয়া, গোঁসাইগাঁও, হোজাই জেলাতেও।

এদিকে,ত্রিপুরায় প্রবল বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খোয়াই জেলায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সেখানে ঝড়বৃষ্টিতে ২৪৬১টি বাড়ি আংশিক বা পুরোপুরি ক্ষতি হয়েছে। সেখানের ১২০টি পরিবারকে রাখা হয়েছে ত্রাণশিবিরে।

তিনসুকিয়াবাসী দ্রুত এসব ভোগান্তি থেকে উদ্ধার চাইছেন। এবং তাঁরা আর্জি জানাচ্ছেন তাঁদের এলাকাগুলো যেন দেখে যান সঞ্জয় কিশান। দুর্যোগের সময় যদি নেতাদের দেখা না মেলে তাহলে তাঁরা আর কখন আসবেন?

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *