ওডিশা নিউজ ডেস্ক: ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলাকে কাপুরুষতা বলে নিন্দা করেছেন।
এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, তিনি দান্তেওয়াড়ায় নকশালদের দ্বারা জঘন্য আইইডি বিস্ফোরণের তীব্র নিন্দা করেন। এই হামলায় প্রাণ উৎসর্গকারী সকল বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা। আত্মত্যাগকারী সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রসঙ্গত, এদিন আরানপুর থানা এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবরে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্য দান্তেওয়াড়া থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) বাহিনী পাঠানো হয়েছিল। অভিযানের পরে ফিরে আসার সময়, মাওবাদীরা আরানপুর রোডে আইইডি বিস্ফোরণ ঘটায়, যার ফলস্বরূপ ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন গাড়ি চালক যারা অভিযানে জড়িত ছিলেন তারা শহিদ হন। আচমকা এই ভয়াবহ বিস্ফোরণের জন্য জওয়ানরা মোটেও প্রস্তুত ছিল না। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

