শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে উত্তর আমেরিকার বাঙালিরা

মার্কিন মুলুকের সময় অনুযায়ী ৩ তারিখে দেখা যাবে HOPE 2020। ভারতীয় সময় ৪ জুলাই সকাল সাড়ে ছয়টায় বিশেষ প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে NABC- র উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান। কোভিড-উমপুন বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন উত্তর আমেরিকার বাঙালিরা। আর তাই অনলাইন মাধ্যমে ৩, ৪ এবং ৫ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

HOPE 2020। ভারতীয় সময় ৪, ৫ এবং ৬ জুলাই সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আমেরিকার সময় অনুযায়ী ৩, ৪ এবং ৫ জুলাই রাত ৯ টায় অনুষ্ঠান সম্প্রচার করা হবে। NABC- র ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ঢুকলে নির্দিষ্ট সময় অনুষ্ঠান দেখা যাবে। পাশাপাশি ১ ডলারের বিনিময়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেও এই অনুষ্ঠান দেখা যাবে।

বিশ্বজুড়ে বাঙালিরা এই উদ্যোগে সামিল হয়েছেন। অনুষ্ঠানে থাকবেন বিখ্যাত ব্যাক্তিরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্কর মহাদেবন থেকে অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায় থেকে দালের মেহেন্দি, বাবুল সুপ্রিয়, আলকা ইয়াগ্নিক, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচীরা অনুষ্ঠানে অংশ নেবেন।


এই অনুষ্ঠান দেখতে কোনও টাকা লাগবে না। তবে অনুষ্ঠানে যে বিজ্ঞাপন পাওয়া যাবে সেই থেকে সংগ্রহীত অর্থ দান করা হবে কোভিড-আমফান বিধ্বস্ত অঞ্চলের ত্রাণে। একই সঙ্গে সবার কাছে এই উদ্যোগে সাধ্যমতো সাহায্য করার জন্য আবেদন জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *