শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বান্দরবনের ইয়াংছা চেক পোস্ট থেকে ৫১ রোহিঙ্গা আটক

আরাকান নিউজ ডেস্ক: বান্দরবনের লামায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৫১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেক পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আলীকদম থেকে যাত্রীবাহী একটি বাসে ২১ জন রোহিঙ্গা চকরিয়া উপজেলা ও চকরিয়া থেকে ৩০ জন জিপ গাড়িতে আলীকদম উপজেলায় যাচ্ছিলেন। এ সময় সড়কের ইয়াংছা চেক পোস্টে কর্মরত পুলিশের ইনচার্জ আবুল হাসেম মির্জার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উভয় গাড়িতে তল্লাশি চালায়। এক পর্যায়ে দুই গাড়িতে থাকা ৫১ জন বাংলাদেশের ভোটার আইডি কার্ড ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বাগানে শ্রমিকের কাজ করতেন বলে জানান।

এ বিষয়ে ইয়াংছা চেক পোস্টের ইনচার্জ (এসআই) আবুল হাসেম মির্জা বলেন, আটককৃত রোহিঙ্গাদেরকে বাসযোগে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

যৌথ তল্লাশিতে রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, আটকদের কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *