শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

হিন্দু মেয়েকে নিয়ে মুসলিম ছেলে নিরুদ্দেশ

মেয়েকে খোঁজে পেতে বাবার আকুতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বসবাস করা মানিকগঞ্জের এক হিন্দু মেয়েকে মুসলিম এক ছেলে প্রেমের প্রলোভন দেখিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এ ঘটনায় ওই হিন্দু মেয়ের বাবা তার মেয়েকে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করছে। কোথাও খোঁজ না পেয়ে পত্রিকার মাধ্যমে সাধারণ জনগণকে জানিয়ে মেয়েকে খোঁজ পেতে দেশবাসীর স্মরণাপন্ন হয়েছেন। মানিকগঞ্জ সদর ইউনিয়নের ধুলশুরা গ্রামের ঠাকুর দাস পত্রিকায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, তার মেয়ে ঝুনকা দাস ঢাকার কবি নজরুল কলেজে লেখাপড়া করতো। সেখানে একই কলেজের আমানউল্লাহ আমান নামে একজন মুসলিম ছেলের সাথে তার পরিচয় হয়। ঝুনকা দাস পড়াশুনার সুবিধার্থে ঢাকার একটি হোস্টেলে থাকতো। মানিকগঞ্জের ছেলে আমানউল্লাহ আমানও ঢাকায় অপর আরেকটি হোস্টেলে থেকে পড়াশুনা করতো। প্রেমের প্রলোভন এবং নানা ধরনের লোভ দিয়ে তার মেয়েকে আমান বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে যেতো। এই ঘটনা আমাদের কানে এলে আমরা পারিবারিকভাবে তাদের জানিয়ে দেই তোমরা দু‘জন দুই ধর্মাবলম্বী। তাই তোমাদের মেলোমেশার ক্ষেত্রেও দূরত্ব বজায় রাখতে হবে। আর আমরা আমাদের মেয়েকে জানিয়ে দেই, তোমরা আবেগের বশে বিয়ে করলে আমরা পারিবারিকভাবে কখানো তা মেনে নিবো না। এর কয়েকদিন পর গত ২৪ ফেব্রুয়ারী আমান আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নিয়ে কোথায় যেনো নিরোদ্দোশ হয়ে যায়।
তিনি আরো জানান, আমার মেয়ের বিভিন্ন বান্ধবী ও আমাদের বিভিন্ন আত্নীয় স্বজনের বাসায় ঝুনকা দাসকে না পেয়ে আমরা আশাহত হয়ে পুলিশের স্মরনাপন্ন হই। তাদের সহায়তায় ঢাকার বিভিন্ন হোটেল ও বাসা বাড়িতে খোঁজ নেই। কিন্তু কোথাও না পেয়ে আমার মেয়ের ছবিসহ পত্রিকার মাধ্যমে দেশবাসী জানাতে চাই। যেনো কোন সহৃদয়বান ব্যক্তি ঝুনকা দাসের খোঁজ পেলে আমার ফোন নাম্বারে বা পত্রিকার ফোন নাম্বারে জানাতে পারে। এছাড়া আমি এই বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানাতে চাই, যদি কেউ তাদের কোথাও দেখেন তবে তাদের আপনাদের বাসায় থাকার ব্যবস্থা না করে আমাদের খবর দিবেন। আমার ফোন নাম্বার ঃ ০১৭১৫০৩৬৭৭৪

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *