বিনোদন ডেস্ক: ইন্টারনেট দুনিয়ার অবিশ্বাস্য ঘটনার ঝলক নিয়ে নির্মিত হয়েছে দীপংকর দীপনের সিনেমা ‘অন্তর্জাল’। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এ পরিচালকের তৃতীয় নির্মাণ এটি। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। ঈদুল আজহায় বাংলাদেশসহ পাঁচ মহাদেশে মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে দীপংকর বলেন, সিনেমার অ্যাকশন আর থ্রিলারকে সবার কাছে ছড়িয়ে দিতেই পাঁচ মহাদেশে মুক্তি দেয়া। আন্তর্জাতিক পরিমণ্ডলে সিনেমাটি স্বপ্ন স্কেয়ারক্রো ডিস্ট্রিবিউশন করবে। প্রতিষ্ঠানটির বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈকত সালাউদ্দিন জানান, আগামী ঈদে আমেরিকা ও কানাডার প্রায় শতাধিক হলে সিনেমাটি রিলিজ করবেন। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, আগামী ১০-১৫ বছর পর যে ছবি নির্মাণ হওয়ার কথা দীপন দাদা এই সময়েই বানিয়ে ফেললেন। এতে আমার চরিত্রের নাম লুমিন।
সিনেমায় লুমিন একজন প্রোগ্রামার। সিনেমাটিতে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে অভিনয় করেছেন মিম। তিনি বলেন, দেশের বাইরে থেকে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করেছি।
সিনেমাটি প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণায় তৈরি হয়েছে। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।