শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

১০ দিন ধরে নেই জল যোগান, নাকাল গুয়াহাটিবাসী

আসাম নিউজ ডেস্ক: আসামের গুয়াহাটি মহানগরে খাবার জলের তীব্র অভাব দেখা দিয়েছে। জল নেই, কারেন্ট থাকছে না– সবমিলিয়ে অস্থির অবস্থা মহানগরবাসীর।

কারেন্টের বিল বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, রিচার্জের দাম বাড়ছে– কোনো জিনিসের দাম কম আছে আমরা বলতে পারবো না। কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণে আসামের জনগণের অভাব পূরণ করতে পুরো ব্যর্থ। তবে অসমের দাম্ভিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা ভুলেও স্বীকার করবেন না। তাঁর চোখে সব সহনশীল।

আজ ১০ দিন ধরে জল যোগান দিতে পারছে না গুয়াহাটি পুর নিগম। মহানগরবাসী এই গরমে, জলহীন।

খাবারের জলের জন্যে শনিবার অসমের গুয়াহাটির কয়েকটি অঞ্চলের বাসিন্দা হাহাকার করে। জলের অভাবের জন্যে স্নান করা, কাপড় ধোয়া আরো হাজারটা কাজে বাধা সৃষ্টি হচ্ছে।

সরকারি জল যোগান প্রকল্প তো বাদ,এমনকি ব্যক্তিগতভাবেও বাসিন্দারা জল কিনতে পারছেনা। কোথাও পেলেও দাম তিনগুণ বেশি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *