বিহার নিউজ ডেস্ক: বিহারের ভাগলপুরে আবারও ভেঙে পড়ল আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতু। গঙ্গার ওপর নির্মীয়মাণ সেতুটি রবিবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ সম্পূর্ণ গঙ্গায় মিশে গিয়েছে। ১৭১৭ কোটি টাকার এই সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এক বছর আগেও। সার্কেল অফিসার চন্দন কুমার জানিয়েছেন, “সেতু ভেঙে পড়ার পর এস পি সিংলা কোম্পানিতে গার্ড হিসেবে কর্মরত এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর দেহ এখনও উদ্ধার হয়নি। তাকে খুঁজে বের করার জন্য এসডিআরএফ এবং এনডিআরএফ-এর টিম অনুসন্ধান চালাচ্ছে।”
রবিবার ছুটির দিন থাকায় আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতুটির নির্মাণকাজ বন্ধ ছিল। সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ আচমকাই সেতুটির ৩টি স্তম্ভ ভেঙে পড়ে। যার জেরে মুহূর্তের মধ্যে গোটা সেতুটিই গঙ্গার জলে ধসে পড়ে। ভাগলপুরের আগুওয়ানি-সুলতানগঞ্জ গঙ্গা সেতুটিতে বিপর্যয় এই প্রথম নয়। এর আগেও এক বার সেতুটি ভেঙে পড়েছিল গঙ্গার উপর। মাত্র এক বছর আগের সেই স্মৃতি আবার ফিরে এসেছে রবিবার। ২০২২ সালের এপ্রিল মাসে এই আগুওয়ানি-সুলতানগঞ্জ গঙ্গা সেতুই ভেঙে পড়েছিল। দিনটা ছিল ৩০ এপ্রিল। গঙ্গার উপর ভেঙে পড়ে সেতুর একটি অংশ। রবিবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। তবে এ বার বিপর্যয়ের অভিঘাত ছিল তুলনামূলক বেশি।
বারবার এই সেতু ভেঙে পড়ায় এবার ‘দুর্নীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন ভাগলপুরের নাগরিকবৃন্দ। রাকেশ কুমার নামে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম বিস্ফোরণ হয়েছে…পরে আমরা বুঝতে পারি সেতুটি ভেঙে পড়েছে…এটা সরকারের দুর্নীতির পরিচয় দেয়…এই প্রথমবার নয়…এই রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত।” সেতু নির্মাণের জন্য কি ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে প্রমোদ কুমার নামে আরও একজন বলেছেন, “জনসাধারণ আদৌ এই সেতু ব্যবহার করতে পারবেন কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”