শিরোনাম
শুক্র. ডিসে ১২, ২০২৫

সাফের চূড়ান্ত দল ঘোষণা, নেই এলিটা কিংসলে

ক্রীড়া ডেস্ক: চমক রেখেই সাফের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বসুন্ধরা কিংসের তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন ও ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম।

বাদ পড়েছেন ফরোয়ার্ড এলিটা কিংসলে, মিডফিল্ডার মাসুক মিয়া জনি, ফরোয়ার্ড শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন ও গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ও রিমন হোসেন।

একটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। ১২ জুন কম্বোডিয়ার স্থানীয় দল তিফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ই জুন ম্যাচ খেলে পরদিন সাফের ভেন্যু বেঙ্গালুরুতে যাবে জামাল ভুইয়ারা। আট দল নিয়ে আগামী ২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর।

২৩ সদস্যের দল

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা ও শহিদুল আলম।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া ও আলমগীর মোল্লা।

মিডফিল্ডার: সোহেল রানা (কিংস), মজিবুর রহমান জনি, সোহেল রানা (আবাহনী), রবিউল হাসান, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *