বিহার নিউজ ডেস্ক: পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান শুরু হল সোমবার। সোমবার সকাল ৬.৫৫ মিনিট নাগাদ বিহারের রাজধানী থেকে ঝাড়খণ্ডের রাজধানীর উদ্দেশে রওনা হয় অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। রাঁচিতে পৌঁছনোর সময় দুপুর একটা, এরপর ২.২০ মিনিট নাগাদ রাঁচি থেকে পাটনার উদ্দেশে রওনা হবে বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা স্টেশনে এসে পৌঁছনোর কথা রাত ৮.২৫ মিনিটে।
পূর্ব মধ্য রেলওয়ে জোন (হাজীপুর)-এর সিপিআরও বীরেন্দ্র কুমার বলেছেন, ট্রেনটি সিধওয়ার (রামগড়) এবং সানকি (রাঁচি)-এর মধ্যে টানেল এবং রেল সেতুর মধ্য দিয়ে যাবে। এটি গয়া এবং বারকাকানা স্টেশনে থামবে। সিধওয়ার এবং সানকির মধ্যে ২৭-কিলোমিটার প্রসারিত চারটি টানেল রয়েছে, যার মধ্যে দীর্ঘতমটি ১.৭-কিলোমিটার দৈর্ঘ্য, এবং অন্য তিনটির প্রতিটি প্রায় ৬০০ মিটার। এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হলে বিহার ও ঝাড়খণ্ডের রাজধানীর মধ্যে দূরত্ব আরও কমবে।