আরাকান নিউজ ডেস্ক: রোহিঙ্গা পাচার চক্রের সাথে যুক্ত এক যুবককে ত্রিপুরা থেকে আটক করেছে অসম পুলিশ। একই সাথে অবৈধ অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে নয়টি আধার কার্ড, দুইটি প্যান কার্ড সহ বেশ কিছু বাংলাদেশী নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। সাথে বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন অসমের অতিরিক্ত পুলিশ সুপার।
অসমের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ২০২২ সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে অসম থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছিল। পুলিশী তদন্তে রোহিঙ্গা পাচারে অভিযুক্ত কাজল সরকার নামে এক যুবক ত্রিপুরায় বসবাস করছেন সেই তথ্য উঠে আসে । সেই মোতাবেক পুলিশ শনিবার ভোরে মোহনপুর বোয়ালিয়াস্থিত কাজল সরকারের বাড়িতে অভিযান চালিয়েছে। সিধাই ও লেফুঙ্গা থানার পুলিশের সহযোগিতায় ওই অভিযানে কাজল সরকারকে আটক করে অসম পুলিশ। পাশাপাশি বাংলাদেশী নাগরিক বিষ্ণু চন্দ্র মন্ডলকেও আটক করে সিধাই থানার পুলিশ।
তিনি আরও জানিয়েছেন, কাজল সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা পাচারের অভিযোগ রয়েছে। তল্লাশি চালিয়ে তার ঘর থেকে নয়টি আধার কার্ড, দুইটি প্যান কার্ড সহ বেশ কিছু বাংলাদেশী নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। সাথে বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।