পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: ৭০০ মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার কথা জানালেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বিরোধীরা বলছেন- যে সংখ্যালঘু রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তা জনসমক্ষে একদম সরাসরি দৃশ্যমান। এখানে বুঝিয়ে বলার মতো আর কিচ্ছু নেই।
তারা আরও বলছেন- এবার নাকি পশ্চিমবঙ্গে ফের চাকরির সুযোগ তৈরি হচ্ছে। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ৮৪৪টি শিক্ষক পদে নিয়োগ হবে। এবং পাশাপাশি সাঁওতালি, নেপালি সহ সমস্ত আঞ্চলিক ভাষাগুলিতে গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন।
সবচেয়ে বড় কথা মমতা বলেছেন সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, “আমরা ৭০০ মাদ্রাসাকে স্বীকৃতি দেব। একটি বিশেষ ধরনের মাদ্রাসা রয়েছে যারা ইসলাম ধর্ম নিয়ে পড়ায়। এটা তাদের স্বাধীনতা। তারা নিজেদের মতো চালাবে, যাদের আগ্রহ আছে তারা মাদ্রাসাকে রেজিস্টার করানোর সুযোগ দিচ্ছি। এর সুবিধা হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, ফোনের টাকা, কন্যাশ্রী সব পেতে পারে এটাই উদ্দেশ্য।
সমীক্ষা করে এগুলি দেওয়া হবে। সরকারি সব সুবিধা যাতে পেতে পারে তাই মাদ্রাসাগুলিকে রেজিস্টার করতে বলা হচ্ছে।”
বলেন, “সাঁওতালি ভাষার উন্নতি করা হবে। সাঁওতালিদের জন্য একটি প্রতিষ্ঠান করা হবে। এখানে আরও অনেক ভাষা থাকবে। ৮৪৪ টা সাঁওতালি শিক্ষকের পদ খালি আছে যা ভর্তি করা হবে। ঝাড়গ্রামে প্রতি ব্লকে ১টি সাঁওতালি মাধ্যম সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল-হস্টেলের সুবিধা দেওয়া হবে।
যদি তা সফল হয় সেক্ষেত্রে অন্যান্য জেলাতেও একই পদক্ষেপ করা হবে। ঝাড়গ্রামের বিএড কলেজেও সাঁওতালি ভাষাকে মান্যতা দেওয়া হবে।”

