শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের প্রীতি সমাবেশ

ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার নর্দ্দানকেপ প্রদেশে কুরুমান এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি স্থাপনের উদ্দেশ্যে স্থানীয় কমিউনিটির উদ্যোগে দিনব্যাপী প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি নর্দ্দান কেপ কুরুমান এলাকার একটি রিসোর্টের হলরুমে সমঝোতা ও প্রীতি সমাবেশ হয়। মমিনুল হক মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রেজাউল করিম ফারুক,মোশাফর হোসেন, আব্দুল মান্নান, আব্দুল মতিন, বাহার উদ্দীন, জাফর আলম, একেএম লোকমান হোসেন আপু।

প্রবাসীদের প্রীতি সমাবেশে গণআলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন সমস্যার পাশাপাশি সম্ভাবনা কম নয় সেদিকে নজর দিতে হবে। ব্যবসায়ী সুযোগগুলো সচেতনভাবে কাজে লাগাতে দক্ষতা অর্জন করতে হবে। এখানে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে। শিক্ষা ও প্রযুক্তির বিকাশ কাজে লাগিয়ে আমাদের এগিয়ে থাকতে হবে। নিজেদের মধ্যে দন্ধ দূরত্ব না বাড়িয়ে সবাইকে মিলেমিশে চলতে হবে।

এতে প্রবাসীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। প্রবাসীদের দিনব্যাপী প্রীতি সমাবেশে নর্দ্দান কেপের মাফিকং, কুরুমান এলাকার প্রায় আড়াই শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করে।

আরও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন, মো. আকরাম, সবুজ সোহেল, তাইজুল, বাদল, শাকিল, কালাম, জাহেদ, রুবাল রাসেল, শফিক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *