আরাকান নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে দক্ষিণপূর্ব এশিয়ার জোট আসিয়ানের কাঠামোর মধ্য থেকে ও দ্বিপাক্ষিকভাবে সক্রিয় ভূমিকা রাখতে সিঙ্গাপুরের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে তৃতীয় ‘ফরেন অফিস কনসাল্টেশনে (এফওসি) এসব বিষয়ে কথা হয়েছে।
এতে দ্বিপাক্ষিক সমন্বয়কে আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার বর্তমান যে গতি আছে, সেটি আরও বেশি ত্বরান্বিত করার কথাও বলেছে দুই দেশ। বর্তমানে যে পারস্পরিক নির্ভরশীলতা বা পরিপূরকতা রয়েছে, তা আরও ভালোভাবে কাজে লাগাতে সম্মত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর সিঙ্গাপুরের পাঁচজনের প্রতিনিধিদলের নেতা ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেকেন্ড পার্মানেন্ট সেক্রেটারি লুক গোহ।
আট বছর পর এ এফওসি অনুষ্ঠিত হয়েছে। এসময়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিদ্যুৎ, সংযোগ, সমুদ্র অর্থনীতি, হালাল বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কৃষি, আইসিটিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপ্তিও পর্যালোচনা করা হয়েছে।
এছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক সংকট নিয়েও কথা হয়েছে বৈঠকে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও গতি আনতে পারস্পরিক উচ্চপর্যায়ের সফরের গুরুত্বও তুলে ধরা হয়েছে।
সিঙ্গাপুরকে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী আখ্যায়িত করে দেশটি থেকে আরও বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিএ) প্রবাহ বাড়াতে উৎসাহিত করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সিঙ্গপুরে ঢালাইকার, চিকিৎসা প্রযুক্তিবিদ, নিরাপত্তা প্রহরী, মালী, পরিচ্ছন্নকর্মী, কৃষি শ্রমিক, গৃহকর্মীর মতো দক্ষ, আধা-দক্ষ মানবসম্পদ সরবরাহে প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশে। প্রশিক্ষণ ও দক্ষতা আদানপ্রদানের মাধ্যমে মানবসম্মদ উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে আরও সহযোগিতা বাড়াতেও আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।