শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

করোনায় মধ্যপ্রাচ্যের ছয় দেশে ৭৫৩ বাংলাদেশির মৃত্যু

Employees bury the coffin of a person who died from COVID-19 at the Vila Formosa cemetery, in the outskirts of Sao Paulo, Brazil on May 20, 2020. - Brazil has emerged as the latest flashpoint in the coronavirus pandemic. The country has registered more than 270,000 cases and nearly 18,000 deaths so far, and the increase in infections is not expected to peak until June. (Photo by NELSON ALMEIDA / AFP)

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশে এখন পর্যন্ত ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। কেবল সৌদি আরবেই মারা গেছেন পাঁচ শতাধিক প্রবাসী।

সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

শনিবার বিকেল পর্যন্ত সৌদি আরবে করোনায় ৫২১ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন প্রায় ১২৫ জন। আর কুয়েতে মারা গেছেন ৬০ জন বাংলাদেশি।

এছাড়া ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে জিসিসিভুক্ত ছয় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন।

অন্যদিকে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জনসহ এখন পর্যন্ত মোট ১৯ দেশে এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর শনিবার সকাল নাগাদ ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *