হাবিবুর রহমান, ঢাকা: এবার বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতীদের গুলিতে মোহাম্মদ ইউনুছ (১৮) নামের এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার উখিয়া ক্যাম্প ৮- ডাব্লিউ বি ব্লকে এ কাণ্ড ঘটে। ইউনুছ হামিদ হোসেনের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় ২৯ ব্লকের একটি বেসরকারি সংস্থার হাসপাতালের সামনে রাস্তার মাথায় খুন হয় ইউনুছ। মায়ানমারে সেনা অভিযানের মুখে বাংলাদেশের কক্সবাজার জেলায় এসে আশ্রয়প্রার্থী হয়েছে সাড়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী।
ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশে ঢুকে পড়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরাও।এদের হাতে প্রতিনিয়ত খুন হচ্ছে সাধারণ রোহিঙ্গারা।
গত ছয় মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।এর আগে আধিপত্য দ্বন্দের জেরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে ঘর থেকে তুলে নিয়ে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসার সদস্যরা হত্যা করে।
নিহতের নাম মো. সলিম (৪৫)। রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প এলাকায় নিয়মিত হত্যা, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।