শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

উড়িষ্যা: আবগারি দুর্নীতি মামলায় ঝাড় খন্ডের অর্থমন্ত্রীর বাড়িতে ইডির হানা

ওড়িশা নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের ৩৪ টিরও জায়গায় তল্লাশি অভিযানে ইডি। আবগারি দুর্নীতি মামলায় অর্থ নয়ছয়ের অভিযোগে ওই তল্লাশি অভিযান। ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওঁরাওয়ের ছেলে রোহিত ওরাওঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। অন্যদিকে, বুধবার সকালে আলিপুরে বেলভেডিয়ার রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, ওই বাড়িটি জ্ঞানেশ চৌধুরী নামে এক ব্যবসায়ীর। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে।

রাজধানী রাঁচি, দুমকা, দেওঘর এবং গোড্ডা জেলার প্রায় ৩৪ টি জায়গায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, গত কয়েক মাস আগে ইডি মামলার ভার নিয়েছিল। এরপর প্রাথমিক তদন্তের পর এ বিষয়ে আজ তল্লাশি অভিযান শুরু হয়েছে। রামেশ্বর ওরাওঁর ছেলে রোহিত ওরাওঁর আবগারি দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ। অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। তল্লাশিতে বেশ কয়েকজন মদ ব্যবসায়ী এবং ঝাড়খণ্ড সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও রয়েছে। ঝাড়খণ্ড মদ কেলেঙ্কারির ঘটনায় জড়িত অনেক অভিযুক্তের কলকাতায়ও সংযোগ রয়েছে। কলকাতায়ও তদন্তকারী সংস্থা অনুসন্ধান চালাচ্ছে। বুধবার তল্লাশি অভিযান চলাকালীন, মদ ব্যবসায়ী যোগেন্দ্র তিওয়ারি ও আরও মদ ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ পাওয়া গিয়েছে।

গত কয়েকদিন ধরেই ইডি-র তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। আর্থিক দুর্নীতিতে বিভিন্ন জায়গায় চলছে এই তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, মদ কেলেঙ্কারি এবং অর্থ পাচার সংক্রান্ত এই মামলায় রাঁচির ব্যবসায়ী শ্রাবণ জালান, বিনয় সিং-এও বাড়িচে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক প্রমাণ বাজেয়াপ্ত করা হচ্ছে।

এদিন সকালে আলিপুরে ১৫ নম্বর বেলভেডিয়ার রোডে জ্ঞানেশ চৌধুরী নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। ইতিমধ্যেই জ্ঞানেশ চৌধুরীকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তিনি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত কি না তাও জানতে চাইছেন তাঁরা।

কয়েকদিন ধরেই ইডি’‌র তদন্তকারীরা শহরের নানা জায়গায় তল্লাশি চালাচ্ছেন। মঙ্গলবারও ‘লিপ্স অ্যান্ড বাউন্ডসে’-র অফিসে চলছে তল্লাশি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *