শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

বিহার: নির্মম অত্যাচারের শিকার দলিত মহিলা, নগ্ন করিয়ে মারধরের অভিযোগ

বিহার নিউজ ডেস্ক: জঘন্য কাণ্ড সংঘটিত হলো আবারো এই দেশে। নির্মম অত্যাচারের শিকার হলেন এক দলিত মহিলা। সবার সামনে একজন মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে! মহিলার উপর শারীরিক নির্যাতন করলেন এক ব্যক্তি ও তার ছেলে।

বিহারের পাটনায় শনিবার রাতে ঘটনাটি ঘটে। ওই মহিলা ঋণ নিয়েছিলেন তাদের থেকে। সেই ঋণ শোধও করেছিলেন। কিন্তু তারপরেও অতিরিক্ত টাকা দেওয়ার জন্য মহিলার উপর চাপ প্রয়োগ করতে থাকে ঐ দু’জন।

মহিলা দিতে চাননি। তারপর শুরু অত্যাচার। আঘাতের ফলে গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তরা হলেন প্রমোদ সিং ও তাঁর পুত্র অংশু। তাঁদের সঙ্গে ছিলেন আরও চারজন।

যে মহিলাকে মারধর করা হয়েছে তিনি দলিত। মহিলাকে নগ্ন করে লাঠিপেটা করা হয়েছে। মহিলার মুখে প্রসাব করতে ছেলেকে এগিয়ে দেন প্রমোদ সিং। চিন্তা করা যায় এসব ঘটনা!?

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *